সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭৫ কিমি, আরও শক্তি সঞ্চয় করছে `তৌকতাই`, ভাসছে কেরল

Sun, 16 May 2021-1:48 pm,

নিজস্ব প্রতিবেদন: বিরাট শক্তি নিয়ে আছড়ে পড়তে চলছে 'তৌকতাই'। আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে, প্রচন্ড শক্তি সঞ্চয় করে গুজরাটের উপকূলে ঝঁপিয়ে পড়বে 'তৌকতাই'।

স্যাটালাইট থেকে ধরা পরা ছবি অনুযায়ী, 'তৌকতাই'-র ব্যাস প্রায় ৪ কিমি।  'তৌকতাই'র প্রভাব পড়েছে গোয়ার পানাজিতে। 

যার জেরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ৬ উপকূলবর্তী এলাকায় ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জেরে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ৪ জন। ঝড়ের দাপটে ৭৩ টি গ্রামের অবস্থা শোচনীয়। এমনটাই জানিয়েছে কর্ণাটকের রাজ্য দূর্যোগ মোকাবিলা দফতর।

মঙ্গলবার গুজরাটের উপকূলে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি গতিবেগে আছড়ে পড়বে বলে পূর্বাভাস। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৭৫ কিমিতেও। 

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২ কিমি গতিবেগে আরও উত্তরে অগ্রসর হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ গোয়া থেকে মাত্র ২২০ কিমি দূরে, মুম্বই থেকে ৫৯০ কিমি দূরে ও গুজরাটের উপকূল থেকে ৮২০ কিমি দূরে অবস্থান করছিল। 

মঙ্গলবার সন্ধে নাগাদ গুজরাটের পোরবন্দর ও নালিয়ায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। 

শনিবার এ নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রীও। ঘূর্ণিঝড় মোকাবিলার রাজ্যগুলির প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন মোদী। 

 বিপদ রয়েছে এমন জায়গা থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নিয়ে আসার কড়া নির্দেশ দিয়েছেন।

 

 ইতিমধ্যেই ঘূর্ণিঝড় 'তৌকতাই'-এর কারণে কেরলে অতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গিয়েছে একাধিক গাছ। লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের নয় জেলাতেও। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link