দেব-রুক্মিণীর `কিশমিশ`-এর প্রথম দিন, চাঁদের হাট প্রিমিয়ারে
শুক্রবার হয়ে গেল দেব-রুক্মিণীর নতুন সিনেমা কিশমিশের প্রিমিয়ার। শুক্রবার প্রিমিয়ারে বিভিন্ন হলে দেখা গেল এই জুটিকে।
প্রিয়া সিনেমা হলে আয়োজন করা হয় এই সিনেমার প্রিমিয়ারের। অভিনেতা জুটি সহ উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা।
কিশমিশের প্রিমিয়ারে হাজির ছিলেন ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, কৌশানী মুখোপাধ্যায়, তৃণা সাহা, অরিন্দম শীল সহ টলিউডের বহু তারকা।
নতুন পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের এটাই প্রথম সিনেমা।
এই ছবিতে দেবের নাম কৃশানু। যে পড়াশুনায় একদমই ভালো নয় এবং তার স্বপ্ন রোহিনীকে বিয়ে করা।
এর আগে ছবির পোস্টার এবং টিজারে দেবকে দেখা যায় চার রকম লুকে।