Maa Flyover: বারবার ভয়ংকর দুর্ঘটনা, মৃত্যু! এবার মা ফ্লাইওভারে জারি কড়া নির্দেশিকা...
অয়ন ঘোষাল: মা উড়ালপুলে পরপর বাইক দুর্ঘটনার জের। রাত ১০ থেকে সকাল সাতটা পর্যন্ত উড়ালপুলে নিষিদ্ধ হল বাইক এবং টু হুইলার।
আগে রাত ১০ থেকে সকাল ৬ টা পর্যন্ত বাইকে নিষেধাজ্ঞা জারি ছিল। রবিবার বেপরোয়া বাইকের দৌরাত্ম্য এবং দুর্ঘটনায় মৃত্যুর জেরে সকাল সাতটা পর্যন্ত বাইক নিষিদ্ধ করল লালবাজার।
এরপর নিয়ম চালুর সময়সীমা ১ ঘণ্টা এগিয়ে আনার পরিকল্পনা আছে ট্র্যাফিক পুলিসের। সেক্ষেত্রে নতুন বছরের শুরুতেই রাত ৯ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত টু হুইলার নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।
রবিবার ভোরে ডিভাইডারে ধাক্কা খেয়ে বাইক উল্টে মৃত্যু হয় দুই যুবকের। জানা যায়, তাঁরা বাইক নিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। তার আগে উড়ালপুলের দুটি ফ্ল্যাঙ্ক এর ফাঁক গলে এক স্কুটার আরোহী প্রায় ৮০ ফুট নিচে পড়ে যান।
পুলিসের যুক্তি, উড়ালপুলে অন্য চার চাকা গাড়ি বেশি বেশি করে উঠতে শুরু করলে বাইকের গতি নিজে থেকেই কমে আসবে। সকাল ৬ টায় উড়ালপুলে তেমন বেশি গাড়ি থাকে না।
সকাল ৭ টা থেকে তা অনেকটা বাড়তে শুরু করে। তাই নতুন এই নির্দেশিকায় বাইকের বেপরোয়া রাইডিং এবং দুর্ঘটনার প্রবণতা কমবে বলে ধারণা।