রাজ্যে এক হাজারের নীচে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ২৮

Sun, 03 Jan 2021-10:36 am,

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরে ভ্যাকসিনের নাগাল পেতে চলেছে ভারত। পাশাপাশি কমে এসেছে সংক্রমণের হার।  তাহলে কি করোনার হাত থেকে মুক্তি পেতে চলেছে ভারত?  সেই উত্তর লেখা আছে আগামী দিনের ক্যালেন্ডারে। তবে আপাতত স্বাস্থ্য দফতরের প্রকাশ করা তথ্য মোতাবেক, রাজ্যে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে এক হাজারের নীচে। যা আশা দেখাচ্ছে স্বাস্থ্য মন্ত্রককে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮৬৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৩ জন। অর্থাৎ বলা যায়, করোনা আক্রান্তের চেয়ে সুস্থের হার বেশি। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জন। এখনও অবধি রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৫ লক্ষ ৫৪ হাজার ৭৯-এ। বাংলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮ জন।  

দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৮,১৭৭ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৬৩ জন বেড়ে মোট ২,৪৭২২০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০,৯২৩ জন।  মোট সুস্থ ৯৯,২৭,৩১০ জন। 

 

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২১৭ জনের। মোট মৃতর সংখ্যা ১,৪৯,৪৩৫ জন। 

প্রসঙ্গত, ইতিমধ্যে অক্সফোর্ডে কোভিডশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ভারত। রবিবার, ভারতের নিজস্ব টিকা 'কোভ্যাকসিনকে'শর্তসাপেক্ষ ভাবে জরুরিকালীন ব্যবহারের জন্য বিশেষজ্ঞ প্যানেলে ছা়ড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link