হু হু করে বাড়ছে Corona আক্রান্তের সংখ্যা, ৩১ মার্চ পর্যন্ত Lockdown ঘোষণা

Mon, 01 Mar 2021-9:32 am,

নিজস্ব প্রতিবেদন: নতুন করে থাবা বসাচ্ছে করোনাভাইরাস। মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, পঞ্জাবে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি হু হু করে বেড়েছে  তামিলনাড়ুরর করোনা সংক্রমণ। তবে মহারাষ্ট্রের চেয়ে কম। কিন্তু আগাম সতর্ক থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু রাজ্য সরকার। 

গতকাল (রবিবার) প্রায় ২১৪১ জনের Covid-19  পরীক্ষার রিপোর্ট Positive এসেছে। যার মধ্যে চেন্নাইতে রয়েছে ১৩৭৩ জন। গতকাল প্রায় ২৬,৭৩৬ জনের করোনা পরীক্ষা করা হয়। তবে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৮,২৯৩। এই অবস্থা যাতে না হয়, তার জন্য তড়িঘড়ি এলাকা ভিত্তিক লকডাউন ঘোষণা করল তামিলনাড়ু সরকার।    

তবে গুটি কয়েক কর্মচারি নিয়ে খোলা থাকবে সরকারি এবং বেসরকারি অফিস। বাকিদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হবে। ১ মার্চ থেকে আগামী ১২ দিন দুপুর ২ টো পর্য্ন্ত খোলা থাকবে দোকানপাঠ। 

তবে প্রয়োজনীয় জিনিসের সরবরাহ ও প্রক্রিয়া চালু থাকবে। যার মধ্যে রয়েছে ওষুধপত্র থেকে শুরু করে খাওয়ারের জিনিস। 

ইতিমধ্যে সম্পূর্ণ Lockdown এর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে চেন্নাই, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর। 

সময়সূচী অনুযায়ী বিমান এবং  দূরপাল্লার ট্রেন অব্যাহত থাকলেও এই অঞ্চলে ইতিমধ্যে সরকারি বাস পরিবহণ বন্ধ করা হয়েছে। 

লকডাউন সম্পর্কিত অন্যান্য প্রোটোকল ভঙ্গকারীদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর পদক্ষেপ। কনটেইনমেন্ট জোন সম্পর্কে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link