Tokyo Olympics: আগে যা হয়নি এবার তাই হল, আশার আলো হয়ে এক বছর জ্বলবে অলিম্পিক মশাল
এর আগে ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধের জন্য আর ১৯৪০ এবং ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বন্ধ হয়েছিল অলিম্পিক।
এর আগে ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধের জন্য আর ১৯৪০ এবং ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বন্ধ হয়েছিল অলিম্পিক।
২০২০ সালে টোকিওতে ২৪ জুলাই থেকে অলিম্পিক্স এবং ২৫ জুলাই থেকে প্যারা অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা ছিল।
করোনাভাইরাস আতঙ্কের কারণে এক বছরের জন্য পিছিয়ে গেল অলিম্পিক। ২০২১ সাল পর্যন্ত অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)।
২০২১ সালে অলিম্পিক অনুষ্ঠিত হলেও অলিম্পিক মশালে 'Tokyo 2020' তকমাই থাকবে। এই এক বছর আশার আলো হয়ে জ্বলবে অলিম্পিক মশাল।