অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক, শিক্ষায় রাষ্ট্রমন্ত্রী সুভাষ
নিজস্ব প্রতিবেদন- ৪ জন ক্যাবিনেট মন্ত্রী হলেন বাংলা থেকে। এঁদের মধ্যে কেউই পূর্ণমন্ত্রীর মর্যাদা পেলেন না। যদিও রাষ্ট্রমন্ত্রী হিসাবে সকলের ঝুলিতেই এল গুরুত্বপূর্ণ মন্ত্রক। বাংলার ৪ রাষ্ট্রমন্ত্রীর মধ্যে সথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন নিশীথ প্রামাণিক। স্বরাষ্ট্র মন্ত্রক এবং যুব ও ক্রীড়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন তিনি। অর্থাৎ একদিকে অমিত শাহ ও অন্যদিকে অনুরাগ ঠাকুরের সঙ্গে কাজ করতে হবে তাঁকে।
স্বরাষ্ট্রমন্ত্রকে নিশীথ প্রামাণিক অমিত শাহের ডেপুটি হলেন। তিনি ছাড়াও এই গুরুত্পূর্ণ মন্ত্রকে আরও দুজন রাষ্ট্রমন্ত্রী থাকছেন।
সুভাষ সরকার বাঁকুড়ার সাংসদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রক, শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী করা হল তাঁকে। কোভিড পর্বে দেশে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে নতুন কী ভাবনা আনতে পারেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর তাঁকে কীভাবে সহযোগিতা করেন ডা. সুভাষ সরকার, সেদিকে নজর থাকবে গোটা দেশের।
আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। তাঁকে করা হল সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।
শান্তনু ঠাকুর- বন্দর, জাহাজ পরিহণ ও জল পরিহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন। ২০১৯ সালে তিনি বনগাঁ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ।