আইপিএল-এ `পার্পেল ক্যাপ` জিতেছেন যাঁরা...

Tue, 27 Mar 2018-3:01 pm,

সোহেল তনবীর (রাজস্থান রয়্যালস):

 

২০০৮ সালে প্রথম আইপিএলের আসর বসে। গোটা টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীকে 'পার্পেল ক্যাপ' পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম বছর এই পুরস্কার জিতে নেন পাক পেসার সোহেল তনবীর। ১১টি ম্যাচে ২২টি উইকেট নেন তিনি।

রুদ্র প্রতাপ সিং (ডেকান চার্জার্স):

 

২০০৯ সালে দ্বিতীয় আইপিএলে 'পার্পেল ক্যাপ' জেতেন ডেকান চার্জার্সের আর.পি সিং। ১৬টি ম্যাচে ২৩টি উইকেট নেন আর.পি।

 

প্রজ্ঞান ওঝা (ডেকান চার্জার্স):

 

২০১০ সালের আইপিএলে ১৬ ম্যাচে ২১টি উইকেট নিয়ে 'পার্পেল ক্যাপ' জেতেন হায়দরাবাদ ডেকান চার্জার্সের প্রজ্ঞান ওঝা। আইপিএলের ১০ বছরের ইতিহাসে একমাত্র স্পিনার যিনি 'পার্পেল ক্যাপ' জিতেছেন।

লাসিথ মালিঙ্গা (মুম্বই ইন্ডিয়ান্স):

 

২০১১ সালে ১৬টি ম্যাচে ২৮টি উইকেট নেন মুম্বই ইন্ডিয়ান্সের লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। জিতে নেন 'পার্পেল ক্যাপ'ও।

মর্নি মর্কেল (দিল্লি ডেয়ারডেভিলস):

 

২০১২ সালে আইপিএলে ১৬টি ম্যাচে ২৫ টি উইকেট নিয়ে 'পার্পেল ক্যাপ' জিতে নেন দিল্লি ডেয়ারডেভিলসের মর্নি মর্কেল।

ডোয়াইন ব্রাভো (চেন্নাই সুপার কিংস):  

 

২০১৩ সালের আইপিএলে ১৮ ম্যাচে ৩২ টি উইকেট তুলে নেন চেন্নাই সুপার কিংসের ডোয়াইন ব্রাভো। আইপিএলের ১০ বছরের ইতিহাসে এক মরসুমে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনিই। 'পার্পেল ক্যাপ'ও জিতে নেন ব্রাভো।

মোহিত শর্মা (চেন্নাই সুপার কিংস):

 

২০১৪ সালের আইপিএলে ১৬টি ম্যাচে ২৩টি উইকেট তুলে নিয়ে 'পার্পেল ক্যাপ' জিতে নেন চেন্নাইয়ের মোহিত শর্মা।

ডোয়াইন ব্রাভো (চেন্নাই সুপার কিংস):

 

১৬ ম্যাচে ২৬ টি উইকেট নেন চেন্নাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ২০১৫ সালের আইপিএলে 'পার্পেল ক্যাপ' সুপার কিংসের ব্রাভোর।

ভুবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দরাবাদ):

 

২০১৬ সালের আইপিএলে 'পার্পেল ক্যাপ' জিতে নেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। ১৭টি ম্যাচে ২৩টি উইকেট তাঁর ঝুলিতে।

ভুবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দরাবাদ):

 

২০১৭ সালের আইপিএলে ১৪টি ম্যাচে ২৬টি উইকেট নিয়ে পর পর দু'বার 'পার্পেল ক্যাপ' জিতে নেন হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link