বিমান পরিষেবা চালু হওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে প্রস্তুত কোয়ারেন্টাইন সেন্টার
নিজস্ব প্রতিবেদন: আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা বিমানবন্দর চালু হবে আন্তঃরাজ্য বিমান পরিষেবা। তার আগে বিমানবন্দরের পুরনো টার্মিনালে তৈরি করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।
বিমানবন্দর সূত্রের খবর, বিমান চলাচল শুরু হওয়ার পর যে সকল যাত্রীর করোনার মত লক্ষণ দেখা যাবে, তাঁদের ওই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে।
জানা গিয়েছে, ৪০০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে। কোয়ারেন্টাইন সেন্টারের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছু কাজ বাকি আছে। তা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।
আরও জানা গিয়েছে, কোয়ারেন্টাইন সেন্টারে সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে কোন যাত্রীর অসুবিধে না হয়।