কারাগার সামলান এঁরা, লাস্যময়ী রূপে মুগ্ধ নেটদুনিয়া, পেতে চলেছেন lock-up lady শিরোপা

Thu, 10 Jun 2021-5:36 pm,

নিজস্ব প্রতিবেদন:  পুলিস মানেই, রাফ এন্ড টাফ। যাঁকে দেখলে হাঁটু কাঁপবে অপরাধীদের। সে মহিলা হোক বা পুরুষ। কঠিন ট্রেনিংয়েই রোদে জলে পুড়ে তেঁতে ওঠে শরীর। তাই তাঁদের শরীর যে কোনও দিনও লাস্যময়ী বা অপরূপ সুন্দর হতে পারে তা নিয়ে দ্বিমত আছে একাংশের। এক্ষেত্রে তাঁরা কাজে কতটা নিপুণ, দক্ষ সেদিকেই মূলত নজর দেওয়া হয়। কিন্তু রাশিয়া একটু অন্যপথে হাঁটল। কারাগাররক্ষীদের মধ্যে থেকে বেছে নিয়েছে দেশের মধ্যে ১২ জন অপরূপ সুন্দরিকে।    

সম্প্রতি রাশিয়ায়  একটি বিউটি কনটেস্ট হচ্ছে। যেখানে অংশগ্রহণ করেছেন কারাগারের মহিলা ওয়ার্ডেনরা। যাঁদের মধ্যে ফাইনালে পৌঁছান ১২ জন। তাঁদের লাস্যময়ী চেহারা ও রূপ দেখে অবাক সোশ্যাল মিডিয়া। 

এঁরা সকলেই কারাগার সামলান। Miss Penal System contest-র আয়োজন করা হয়েছে রাশিয়ায়। lock-up lady of the year-র ক্রাউন পাওয়ার আশায় এখন যাচাই করা শেষ ১২ জন। 

এই ১২ জন প্রত্যেকেই অপরূপ সুন্দরি। ১০০ জন অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগীতায়। কার মাথায় মুকুট উঠবে তা জানা যাবে ১১ তারিখ সন্ধায়। অনুষ্ঠিত হবে  মসকোতে। 

এই প্রতিযোগীতায় দেখা হয়েছে তাঁদের নাচ, পোশাকের চটকদারি, সৌন্দর্য, শখ ও তাদের বুদ্ধির জোর। তবে অনেকে এই প্রতিযোগীতার বিরোধিতাও করেছেন। তাঁদের মতে সৌন্দর্যের ভিত্তিতে নয়, তাঁদের কাজের দক্ষতায় স্বীকৃতি দিতে হবে।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link