মারাত্মক আকার নিতে চলেছে Corona-র দ্বিতীয় ঢেউ, নাগপুরে Lockdown

Fri, 12 Mar 2021-8:41 am,

নিজস্ব প্রতিবেদন: বছর ঘুরতেই ফের করোনার দাপট। লকডাউনের সিদ্ধান্তে অনড় হতে চলেছে দেশের একাধিক এলাকা। নাগপুরে করোনার বাড় বাড়ন্ত এতটাই বেশি যে দ্বিতীয় ঢেউ আটকাতে লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে পূর্ণ লকডাউন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

এক সপ্তাহের জন্য বন্ধ  করা হল মহারাষ্ট্রের নাগপুর শহর। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬ শতাংশ।  জরুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ থাকবে গোটা শহরই। কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে। 

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়র শুরুতেই,  মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ফের লকডাউনের ইঙ্গিত দিয়েছিলেন। পাশাপাশি বলেছিলেন, খন সাবধান হন। যদি লকডাউন না চান তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন। 

কিন্তু করোনা বদলে এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে, যাতে সংক্রমণের হার হুহু করে বেড়ে চলেছে। তবে গোটা দেশে সেই নতুন স্ট্রেনের কারণে সংক্রমণ হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়। 

বৃহস্পতিবার উদ্ধব ঠাকরে ঘোষণা করে, পরিস্থিতি ভালো নয়। মহারাষ্ট্রের অন্যান্য জায়গায় লকডাউন হতে পারে, তৈরি থাকুন। সতর্কতা অবলম্বন করুন।

লকডাউনের ইঙ্গিত জোড়ালো হতেই, যে প্রশ্ন ঘনীভূত হচ্ছে তা হল, ফের কী তাহলে দেশ জুড়ে লকডাউন হতে পারে?  যত দ্রুত সম্ভব টিকা নেওয়ার দিকে জোর দিচ্ছে কেন্দ্র। 

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬৫৯ জন। যা দেশের মোট সংক্রমণের ৬০ শতাংশ। যার মধ্যে নাগপুরে আক্রান্তের সংখ্যা ১,৮০০ জন। মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫৪। 

গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২,৮৫৪ জন। যার মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৬২৮ জন। সুস্থ হয়েছ ১৮,১০০ জন। মৃত্যু ১২৬ জন। 

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ২৪১ জন। সুস্থ হয়েছেন ২৫৬ জন।  মৃতের সংখ্যা ২।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link