Bali: কালো ছাইয়ের মেঘে ঢেকে গেল আকাশ! আটকে গেল বহু বিমান...
বালিতে আগ্নেয়গিরি ফাটার ফলে বালির আকাশ ঢেকে যায় কালো ছাইয়ের মেঘে।
আগের সপ্তাহে আগ্নেয়গিরির ছাই প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে ছড়িয়ে ছিল। এক সপ্তাহ বাদে বুধবারও বালির আকাশে ছাই রয়ে গিয়েছে।
জেট স্টারের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়, মঙ্গলবারের দুপুরের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া সহ বহু বিমান বুধবারও বাতিল করা হয়েছে।
এই মাসেই লিয়োটোবি পাহাড়ের লাকি-লাকি আগ্নেয়গিরিতে উদ্গিরণ হয়, তার কারণেই গোটা আকাশ কালো ছাইয়ের মেঘে ঢেকে যায়।
বালি আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার তিনি জানান, ২২টি আন্তর্জাতিক বিমান, ১২টি ডোমেস্টিক বিমান এই কারণে ব্যহত হয়েছে।