Weather Today: কমছে তাপমাত্রা, চিন্তা বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা
আরও কমল কলকাতার তাপমাত্রা। রবিবার ১৫.১ ডিগ্রী সেলসিয়াস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। রবিবার সকালে সামান্য কুয়াশা থাকলে পরে পরিষ্কার আকাশ দেখা যাবে কলকাতায়।
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পরে শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে আগামী চার পাঁচ দিন।
আগামী দুই দিনে সামান্য কমতে পারে তাপমাত্রা। তারপর থেকে অপরিবর্তিত থাকবে আবহাওয়া।
রবিবার ও মঙ্গলবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে উত্তুরে হাওয়া আটকে যাবে। আপাতত জাঁকিয়ে শীত আসার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।