দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রা, চলবে মাথা খারাপ করা গরম, ফের কবে বৃষ্টি? কী শোনাল আবহাওয়া দফতর
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে থাকবে চড়া রোদ।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের ওপরে যদি কোন নিম্নচাপের ঘূর্ণাবর্তের আবির্ভাব হয় তবেই মৌসুমী অক্ষরেখা নামতে পারে নিচে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। তাতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃ্ষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী তিনদিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছেই থাকবে যেটা যেটা শ্রাবণ মাসের বর্ষার সময় স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি।
তবে এখন উত্তরবঙ্গে ভরা বর্ষা। শ্রাবণেও চাতকের দশা দক্ষিণবঙ্গে।