Malda: ফের বেপরোয়া গাড়ির গতির শিকার! মর্নিকওয়াকেই মর্মান্তিক মৃত্যু তিনের...
রণজয় সিংহ: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাতভ্রমনে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের। পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু।
গাড়ি উল্টে গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাবুয়া রোড কালী মন্দির এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে।
মৃত তিনজনের নাম দিলীপ সাহা, ফেকনলাল রাম ও সুরেশ খৈতান। প্রত্যেকে হরিশ্চন্দ্রপুরের তুলসীঘাটা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো পাঁচ জন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দ্রুত গতিতে আসে পিকআপ ভ্যান। তার মধ্যে তিন জনকে সজরে ধাক্কা মেরে উল্টে যায়।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এবং গাড়ি উল্টে চালক গুরুতর আহত হয়। হরিশ্চন্দ্রপুর উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
আহত চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।