ফ্লপ হয়েছিল, তবু ১৫ অক্টোবর হল খুলতেই দেখবেন আরও একবার মোদীর বায়োপিক

Sun, 11 Oct 2020-11:26 am,

নিজস্ব প্রতিবেদন :আগামী ১৫ অক্টোবর থেকে খুলে যাচ্ছে দেশের সমস্ত সিনেমা হল। স্বাস্থ্য বিধি মেনে সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলি দর্শকদের জন্য ছবি দেখার ব্যবস্থা করা হবে।

 

জানা গিয়েছে, ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ফের মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর। 

রাজনৈতিক মহলের মতে, বিহার নির্বাচনের গিমিক হিসাবে ফের ছবিটিকে রিলিজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী-সহ বিজেপির ভাবমূর্তি রক্ষার জন্যই এমনটা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত বছর লোকসভা নির্বাচনের শেষ দফার পর ছবিটি প্রথম মুক্তি পায় তবে ফ্লপ হয় সে ছবি।

 ছবির প্রযোজকের কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যা প্রমাণিত হয়েছে। তাঁর জীবন সম্পর্কে জানার মতো ভাল কাজ আর কী হতে পারে! 

উমঙ্গ কুমারের পরিচালনায় এই ছবিতে মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক আনন্দ ওবেরয়, এছাড়াও রয়েছেন বোমান ইরানি, দর্শন কুমার, মনোজ যোশী, প্রশান্ত নারায়ণন, জারিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, অঞ্জন শ্রীবাস্তবের মতো তারকারা।

কিন্তু প্রশ্ন উঠছে,  ছবিটি সুপার ফ্লপ হওয়ার পরও কেন  আবার রিলিজ করা হচ্ছে?

জানা গিয়েছে,  ছবিটিতে নরেন্দ্র মোদীকে যতটা মহান হিসাবে দেখানো হয়েছে মনমোহন, সোনিয়া-সহ বিরোধীদের ততটাই খারাপ ভাবে দেখানো হয়েছে। যে কারণে খুব একটা পছন্দ করেননি দর্শকরা। 

উল্লেখ্য ছবির প্রযোজক সন্দীপ সিং সুশান্ত মৃত্য কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link