7 Cleanest Cities In India: শুধু সাফসুতরোই নয়, দেশের এই সাত শহরের খাবারও জিভে লেগে থাকবে

Fri, 16 Jun 2023-6:37 pm,

জামশেদপুর 'ভারতের স্টিল সিটি'। এই শহরে ছাতু বেশ জনপ্রিয়।

অন্ধ্রপ্রদেশে শহর বিজয়ওয়াড়া। এই শহরটি কণক দুর্গা মন্দিরের জন্য পরিচিত। এখানকার বোরেলু  মিষ্টির আলাদাই চাহিদা।

 

ছত্তিশগড়ের অম্বিকাপুর ঐতিহাসিক ভাবে প্রসিদ্ধ এক শহর। রামায়ণ এবং মহাভারতে রয়েছে এই শহরের উল্লেখ। তেমনই অড়হর ডাল ও কোচাই পাতা দিয়ে তৈরি ইধহার পদটি বেশ জনপ্রিয়।

প্রাসাদের শহর মাইসোর। এখানকার মশালা ধোসার জগৎ জোড়া নাম।

স্বপ্নের শহর মুম্বই। এখানকার বোম্বাই স্যান্ডউইচ, ভেলপুরী ও বড়াপাও একবার খেয়ে দেখবেন। এ স্বাদ ভোলা অসম্ভব। 

গুজরাটের শহর সুরাট। টেক্সটাইল শিল্পের পাশাপাশি এখানকার ঘারি নামের মিষ্টিও সমান ভাবে বিখ্যাত।

মধ্যপ্রদেশের শহর ইন্দোর। ষোড়শ শতকের শহরটি জাঁকজমকপূর্ণ প্রাসাদ, মন্দির ও মন্ত্রমুগ্ধকর উদ্যানের জন্য পরিচিত। তবে ইন্দোর বললেই, বলতে হবে, সেখানকার বিখ্যাত খাবারের কথা। এখানে পোহার সঙ্গে জিলিপি এবং সিঙারার কম্বো দারুণ জনপ্রিয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link