ক্রিকেট মাঠে একসঙ্গে ব্যাট করে দেশকে জেতালেন `স্বামী-স্ত্রী`

Sat, 17 Nov 2018-10:18 pm,

ক্রিকেট মাঠে দুই ভাইকে খেলতে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়াতে একসঙ্গে খেলতেন স্টিভ ও মার্ক ওয়া। তারপর শন লি ও ব্রেট লি। তবে এবার দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেন দুই জীবনসঙ্গী।

গত জুলাইয়ে বিয়ে করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ড্যান ভ্যান নিকের্ক ও মারজিয়ানা কেপ। আইসিসির প্রতিযোগিতায় প্রথম দম্পতি হিসেবে তাঁরা অংশ নিলেন। 

শুধু অংশ নেওয়াই নয়, দুজনের যুগলবন্দিতে ম্যাচও জিতেছে দক্ষিণ আফ্রিকা। টি-২০ বিশ্বকাপে ১০০ রান তাড়া করতে গিয়ে ৬ রানেই ২ উইকেট খুঁইয়ে ফেলে তারা।

এরপরই হাল ধরেন ড্যান ভ্যান নিকের্ক ও মারজিয়ানা কেপ। দুজনের জুটিতে ওঠে ৬৭ রান। 

মারজিয়ানা ও কেপের আগে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন সমকামী দম্পতি  অ্যামি স্ট্যারারওয়েট ও লি তাহুহু।   

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করেন তাঁরা। 

তবে বিয়ের পর কম খোঁচা সহ্য করতে পারেনি নিকের্ক ও কেপকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের কুরুচিকর মন্তব্যও করেন নেটিজেনরা।

১৯৯৩ সালে জন্ম নিকের্কের। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৮টি ওয়ানডে ও ৭০টি টিটোয়েন্টি খেলেছেন।

কেপ একটি টেস্ট খেলেছেন। ৯৬টি একদিনের ম্যাচ ও ৬৭টি টিটোয়েন্টিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link