ক্রিকেট মাঠে একসঙ্গে ব্যাট করে দেশকে জেতালেন `স্বামী-স্ত্রী`
ক্রিকেট মাঠে দুই ভাইকে খেলতে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়াতে একসঙ্গে খেলতেন স্টিভ ও মার্ক ওয়া। তারপর শন লি ও ব্রেট লি। তবে এবার দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেন দুই জীবনসঙ্গী।
গত জুলাইয়ে বিয়ে করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ড্যান ভ্যান নিকের্ক ও মারজিয়ানা কেপ। আইসিসির প্রতিযোগিতায় প্রথম দম্পতি হিসেবে তাঁরা অংশ নিলেন।
শুধু অংশ নেওয়াই নয়, দুজনের যুগলবন্দিতে ম্যাচও জিতেছে দক্ষিণ আফ্রিকা। টি-২০ বিশ্বকাপে ১০০ রান তাড়া করতে গিয়ে ৬ রানেই ২ উইকেট খুঁইয়ে ফেলে তারা।
এরপরই হাল ধরেন ড্যান ভ্যান নিকের্ক ও মারজিয়ানা কেপ। দুজনের জুটিতে ওঠে ৬৭ রান।
মারজিয়ানা ও কেপের আগে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন সমকামী দম্পতি অ্যামি স্ট্যারারওয়েট ও লি তাহুহু।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করেন তাঁরা।
তবে বিয়ের পর কম খোঁচা সহ্য করতে পারেনি নিকের্ক ও কেপকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের কুরুচিকর মন্তব্যও করেন নেটিজেনরা।
১৯৯৩ সালে জন্ম নিকের্কের। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৮টি ওয়ানডে ও ৭০টি টিটোয়েন্টি খেলেছেন।
কেপ একটি টেস্ট খেলেছেন। ৯৬টি একদিনের ম্যাচ ও ৬৭টি টিটোয়েন্টিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।