সুইৎজারল্যান্ডে সইফ ও তৈমুরকে নববর্ষের সেলিব্রেশন করিনার
২০১৮-র শেষ ও ২০১৯-এর শুরুটা সুইৎজারল্যান্ডেই কাটাচ্ছেন ছোটে নবাব সইফ ও করিনা।
বেশকিছুদিন আগেই তৈমুরকে নিয়ে সুইৎজারল্যান্ডে গস্তাদে গিয়েছেন সইফ-করিনা।
সুইৎজারল্যান্ডের গস্তাদে সইফ-করিনার একটি বাংলো রয়েছে।
তবে এবার প্রথম নয়, প্রত্যেকবারই করিনা-সইফকে সুইৎজারল্যান্ডের গস্তাদের বাংলোয় সময় কাটাতে যেতে দেখা যায়।
কিছুদিন আগেই তৈমুরকে নিয়ে সইফ-করিনার বরফের মধ্যে খেলাধুলোর ছবি ভাইরাল হয়েছিল।