Lord Shani Astrology: খোস মেজাজে শনিদেব, নতুন বছরে অর্থ-সাফল্যের জোয়ার ভাসবেন ৩ রাশির জাতকরা
শনির গোচর বদল জ্যোতিষে একটি গুরুত্বপূর্ণ বিষয়। শনিদেবের নক্ষত্র পরিবর্তন অধিকাংশ রাশির উপরে পড়ে। গত ২৭ ডিসেম্বর শনির নক্ষত্র বদল হয়েছে। ২৯ মার্চ পর্যন্ত শনিদেব থাকবেন কুম্ভ রাশিতে। তারপর শনিদেব মীন রাশিতে প্রবেশ করে যেতে পারবেন। এর ফলে শনির প্রভাব পড়বে এইসব রাশিতে।
নতুন বছরে মিথুনের জীবনে আনন্দের বন্যা নিয়ে আসছেন শনিদেব। মিথুনে রাশিতে বৃহস্পতির গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা নানান সাফল্য পাবেন। শনির কৃপায় আর্থিক উন্নতি কেউ ঠেকাতে পারবে না মিথুনের। কাজের প্রশংসা পাবেন এই রাশির জাতকরা।
হঠাত করে টাকাপয়সার অধিকারি হয়ে যাবেন মেষ রাশির জাতকরা। জীবন ভরে যাবে খুশিতে। পরিশ্রমের ফল পাবেন সঙ্গে সঙ্গে। রোগ থেকে মুক্তি মিলবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। তবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্কও থাকতে হবে।
আর্থিক দিক থেকে লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। বাড়ি, গাড়ি কেনার ইচ্ছে হলে কিনতে পারেন। এতে লাভবান হবেন। কাজের সুযোগ আসবে। পড়ে থাকা কাজে হাতে দিতে পারেন। নতুন কোনও কাজে হাত দিলে সাফল্য পাবেন।
২৯ মার্চ পর্যন্ত শনিদেব থাকবেন কুম্ভ রাশিতে। তারপর শনিদেব মীন রাশিতে প্রবেশ করে যেতে পারবেন। এর ফলে শনির প্রভাব পড়বে এইসব রাশিতে।