Sunil Pal Kidnapping: `তাঁরা আমার চোখ বেঁধে দেয়`! কিডন্যাপ হওয়া সুনীল পালকে উদ্ধার করতে কত টাকা দিতে হল?
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল। গত মঙ্গলবার সন্ধ্যায় আচমকা খবর আসে কিডন্যাপ হয়েছেন তিনি! রীতিমত চারিদিকে হইচই পড়ে যায় চারিদিকে। পুলিশের দারস্থ হন কৌতুক শিল্পী সুনীল পালের স্ত্রী।
শো করতে গত ২ ডিসেম্বর হরিদ্বারে আমন্ত্রণ পেয়েছিলেন। সেখানে যাওয়ার পথেই ঘটনা ঘটে।
বুধবার মুম্বইয়ে ফেরেন তিনি। ফিরে জানান, 'তাঁকে আটকে রেখে ২০ লক্ষ টাকা দাবি করা হয়। ৮ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি।'
সুনীল আরও জানান, তাঁকে একটি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।
অনুষ্ঠান করার জন্য অগ্রিম দেওয়া হয়েছিল তাঁকে। বলা হয়েছিল ইনোভা রয়েছে বিমানবন্দরের বাইরে। সেই মতন তিনি গাড়িতে চাপেন তখন কিছুটা দূরে যাওয়ার পরেই জানতে পারেন তিনি কিডন্যাপ হয়েছেন।