১ এপ্রিল থেকে দামি হচ্ছে এক ঝাঁক নিত্য প্রয়োজনীয় জিনিস
১ এপ্রিল থেকে বেশকিছু জিনিসের জন্য আপনাকে বেশি টাকা গুণতে হবে। এবার সাধারণ বাজেট পেশের সময় একথা জানিয়েই দিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ওইসব পণ্যের অধিকাংশই আমদানি করা ইলেট্রনিক্স জিনিস।
জেটলির ঘোষণা ছিল মোবাইল ফোনের উপরে আমদানি শুল্ক বাড়বে ১৫-২০ শতাংশ। মোবাইল ও টিভির কিছু যন্ত্রাংশের উপরেও ১৫ শতাংশ আমদানি শুল্ক বাড়বে। এছাড়াও নিত্য ব্যবহার্য ঘরোয়া জিনিসের দাম বাড়ছে।
দাম বাড়ছে গাড়ি ও বাইকের। দামি হচ্ছে ট্রাক, বাস ও রেডিয়াল টায়ারের। ট্রাই সাইকেল, স্কুটার, প্যাডেল কার, চাকাযুক্ত গাড়ি, পুতুলের জন্যও বেশি টাকা খরচ করতে হবে এবার।
আমদানি শুল্ক বাড়ানোর ফলে দাম বাড়ছে মোবাইলের। এছাড়াও মোবাইলের যন্ত্রাংশের উপরেও আমদানি শুল্ক বাড়ার ফলে মোবাইল ব্যবহারকারী আম জনতার উপরে তার চাপ স্বাভাবিক ভাবেই পড়বে।
দাম বাড়ছে সোনা ও রুপোর। হিরের গহনা ও গ্রহরত্নের উপর শুল্ক ২.৫ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ হচ্ছে। ইমিটেশনের গহনার উপরে কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ফলে প্রায় সব রকম গহনাই দামি হচ্ছে।
সবজি, প্যাকেটজাত ফলের রসের দামও বাড়ছে। কমলার জুসের উপরে ৩০ শতাংশ কর বাড়িয়ে ৩৫ শতাংশ করা হচ্ছে।
সানগ্রাস, সানক্রিম, পারফিউম, ম্যানিকিয়োর, পেডিকিয়োর ১লা এপ্রিল থেকে আরও দামি হতে চলেছে।
সেভিং ক্রিম, আফটার সেভ লোশন, টুথ পেস্ট, টুথ পাউডারও দামি হতে পারে।
এলসিডি, এলইডি টিভি প্যানেলের দাম বাড়ছে।
ফুটওয়্যার, ফার্নিচার, ল্যাম্প, ডোরম্যাট, পকেটওয়াচও দামি হচ্ছে।