অনলাইনে রেলের টিকিট বুকিং করছেন? জেনে রাখুন পেমেন্টের ৫ পদ্ধতি
অনলাইনে রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় মাস্টার, ভিসা ও অ্যামেক্স কার্ড।
ভারতের বাইরে ইস্যু করা ইন্টারন্যাশনাল ডেবিট ও ক্রেডিট দিয়েও আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুক করা যায়। তবে যাত্রার ২ দিন আগে তা করা যাবে ওই কার্ডের সাহায্যে।
স্টেট ব্যাঙ্ক, পিএনবি, আইসিআইসিআই, এইচডিএফসি, ইন্ডিয়ান ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও বুক করা যাবে টিকিট।
বিভিন্ন ধরনের ক্যাশ কার্ড দিয়েও পেমেন্ট করা যায়।
সরকারের UPI/BHIM অ্যাপের মাধ্যমেও করা যায় পেমেন্ট।