Exclusive: বর্ষাকালে চুল পড়ছে, খাঁটি নারকেল তেল দিয়ে পরিচর্যার কথা ভাবছেন? সাবধান!
এই মূহুর্তে দেশে সর্বাধিক বিক্রিত নারকেল তেলের ব্র্যান্ড। দামও বাজারের অন্যান্য নারকেল তেলের থেকে অনেক বেশি। এরকমই ব্র্যান্ডের বিপুল সংখ্যক খালি কৌটো চুরি হয়েছিল সম্প্রতি।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
নারকেল তেলের খালি কৌটো চুরি যায় এক আধটা নয়। কলকাতার অদূরে ডানকুনির গুদামে আসা একটা গোটা কনসাইনমেন্টের সব খালি প্লাস্টিক কৌটোই গায়েব হয়ে যায়। তখন থেকেই সতর্ক ছিল পুলিস। সতর্ক থাকতে বলা হয়েছিল কলকাতা পুলিসকেও।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
অতীতে এই ধরনের চুরির সঙ্গে জড়িয়ে ছিল ভেজালের কারবার। ঠিক দিন সাতেকের মাথায় সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
পোস্তা থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বারো চাকার বড় ট্রাকে নজর পড়ে পুলিসের। গোপন সূত্রে খবর পেয়ে নজর রাখছিল কোলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্কফোর্স।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
ত্রিপল ও রেক্সিনের চাদর সরাতেই ভিতরে যা মিলল, তা চমকে দেওয়ার মতো। দামী ব্র্যান্ডের সেই চুরি যাওয়া নারকেল তেলের সার সার পেটি।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
ওই ট্রাক থেকে উদ্ধার হল ২০০ এবং ৪০০ মিলিলিটার নারকেল তেলের কৌটো। ২০০ মিলিলিটারের ৪০০০টি এবং ৪০০ মিলিলিটারের ৫০০০টি কৌটো। এর বাজার দর বেশ কয়েক লক্ষ টাকা। চালককে জেরা করে জানা গেছে, এই নকল নারকেল তেল তৈরি হতো উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া রেললাইনের ধারে। ওইসব নকল তেল দামী ব্র্যান্ডের মোড়কে কলকাতার বাজারে বিক্রির জন্য আনা হয়েছিল।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল