Omicron-এর প্রভাবে ২০২২-এর শুরুতেই ভারতে তৃতীয় ঢেউ?
নিজস্ব প্রতিবেদন: মাত্র কয়েক মাসেই বিশ্ব ত্রাসে পরিণত হয়েছে ওমিক্রন (Omicron)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সূত্রে খবর, প্রায় শতাধিক দেশে ইতিমধ্য়ে থাবা বসিয়েছে করোনার এই নয়া প্রজাতি। ওমিক্রনের (Omicron) মাধ্যমেই কি বিশ্বে আছড়ে পড়বে তৃতীয় ওয়েভ (3rd Wave)? যদি তাই হয়, তবে কবে আসছে তৃতীয় ঢেউ? সাধারণ মানুষের এই প্রশ্নেরই উত্তর দিলেন বিশেষজ্ঞরা।
শনিবার হাড়হিম করা সতর্কবার্তা দিয়েছে National COVID-19 Supermodel Committee। সেখানেই ওমিক্রন এবং তৃতীয় ওয়েভ নিয়ে আশঙ্কার কথা জানান হয়েছে।
National COVID-19 Supermodel Committee-র প্রধান জানান, ভারতে তৃতীয় ঢেউ আসবে। তবে এক প্রভাব দ্বিতীয় ওয়েভের মতো মারাত্মক হবে না।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে যেমন দেশজুড়ে স্বজন হারানোর লাইন লেগেছিল। ঘরে ঘরে কান্নার রোল উঠেছিল। তৃতীয় ঢেউয়ের অভিযাত ততটা ভয়ঙ্কর নয়।
বিশেষজ্ঞদের দাবি ডেল্টার তুলনায় ওমিক্রনের (Omicron) সংক্রমণ হার অনেক বেশি। তবে অভিগাত কম।
National COVID-19 Supermodel Committee-র প্রধান স্পষ্ট জানান, ২০২২-এর ফেব্রুয়ারিতেই ভারতে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। ওমিক্রনের হাত ধরেই দেশে এক প্রবেশ ঘটবে। তবে হতাহতের পরিমাণ তেমন একটা মারাত্মক হবে না।