Unemployment Rate In India: বিজেপিশাসিত এই রাজ্যে সবচেয়ে বেশি বেকার, সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Mon, 28 Mar 2022-7:11 pm,

 

নিজস্ব প্রতিবেদন: দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্য়ে কোথায় বেকারত্বের হার সবচেয়ে কম? কোথায় সবচেয়ে কম? কোথায় কত শ্রম উৎপাদন হয়? সংসদে জানালেন মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Union Labour Minister Bhupender Yadav)।

সংসদে সিএমআইই (CMIF)-এর রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Union Labour Minister Bhupender Yadav)। তিনি জানান, শেষ সাত বছরে দেশে ২২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে।

 

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সংসদে আরও জানান, দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্য়ে ওড়িশায় বেকারত্বের হার সবচেয়ে কম। 

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের রাজ্যে মাত্র ১.৪৭ শতাংশ মানুষ বেকার। ওড়িশায় শ্রম উৎপাদন হয় ৩৯.৯৬ শতাংশ।

বেকারত্বের হারে সবার প্রথমে হরিয়ানা। সেখানে বেকারত্বের হার ২৫.৭ শতাংশ। যে রাজ্যের শাসনে রয়েছে বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar)। 

দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসশাসিত রাজস্থান। সেখানে বেকারত্বের হারে ২৪.৫ শতাংশ।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link