পাওয়া গেল ১৬০ কোটি বছরের পুরনো জলের খোঁজ!
খোঁজ পাওয়া গেল পৃথিবীর সব থেকে পুরনো জলের!বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী সৃষ্টির পরে প্রথমে এই জলই ছিল মাটির নিচে। ১৬০ কোটি বছরের পুরনো এই জল! খোঁজ পেয়েছেন টরন্টো ইউনিভার্সিটির (University of Toronto) আইসোটোপ জিওকেমিস্ট্রির (Isotope Geochemistry) ভূ-রসায়নবিদরা।
বহুদিন থেকেই বিশ্বের সব থেকে পুরনো জলের খোঁজ করছিলেন বিজ্ঞানীরা। কানাডার ওন্টারিওর উত্তর দিকে টিনিন্স নামক একটি জায়গার খাদানে এই জলের খোঁজ পেয়েছেন তাঁরা।
যে ল্যাবরেটরিতে এই জলের পরীক্ষা চলছে সেখানকার টেকনিশিয়ান Barbara Sherwood Lollar জানিয়েছেন, এই জল থেকে জানা যেতে পারে, পৃথিবীর সৃষ্টি সম্পর্কেও।
কিডস ক্রিকে মাইক্রোবিয়াল জীবের অস্তিত্ব থাকার প্রমাণ দেয় এই জল।
এছাড়া এই জলের বিশ্লেষণ পৃথিবীর আদি ইতিহাস সম্পর্কেও ধারণা দিতে পারে। এই জল পরীক্ষা করে জানা যেতে পারে, সৌরমণ্ডলের অন্য কোনও গ্রহে কখনও প্রাণের অস্তিত্ব ছিল কিনা! মাটির নিচের জীবন সম্পর্কেও একাধিক তথ্য উঠে আসতে পারে ভূ-রসায়নবিদের হাতে।
কেমন স্বাদ এই জলের? বিজ্ঞানীরা জানিয়েছেন, এই জল অত্যন্ত নোনতা স্বাদের। জলের নমুনা কানাডা সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে রাখা রয়েছে। এই জল নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন এবং চালাবেন বিজ্ঞানীরা।