বন্যের সঙ্গে সহবাস নিজের বাড়িতেই...

Sat, 22 Sep 2018-7:10 pm,

বাড়ি তো নয়, যেন আস্ত চিড়িয়াখানা। কী নেই? ময়াল সাপ, কুমির, বিষধর নানা প্রজাতির সাপ, মাকড়সা...যিনি এই বাড়ির মালিক, বলতে পারেন তিনি হলে ফ্রান্সের ‘বনবিহারী সরকার’। 

নাম ফিলিপ গিলেট। বয়স ৬৭ বছর। কী কী রয়েছে তাঁর বাড়িতে?

ফ্রান্সের রিভার লয়্যার থেকে আনা একটি গোখরো দেখতে পাবেন তাঁর কফি টেবলে শুয়ে রয়েছে। কখনও বাগানে ঘুরছে ৫০ কিলোগ্রামের কচ্ছপ।

দু’দশক ধরে বিভিন্ন জায়গা থেকে নানা প্রজাতির প্রাণী জোগাড় করে সাজিয়ে রেখেছেন সংগ্রহশালায়। ৪০০-র বেশি প্রাণী রয়েছে তাঁর বাড়িতে।

ফ্রান্সের ন্যান্টস শহরে ফিলিপের বাড়ি। এখানে গেলেই দেখতে পাবেন র্যাটেল স্নেক, নানা প্রজাতির লেজার্ড।

 ঘরের বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে সাত ফুট লম্বা দুটো কুমির। দু’জনের নাম আলি এবং গেটর। এই দুই কুমির গিফ্ট হিসাবে পেয়েছেন ফিলিপ।

এমন ভয়ঙ্কর জীবজন্তুর সঙ্গ সহবাস করতে কী বুক ডরায় না ফিলিপের? ফিলিপ জানাচ্ছে, একদমই না। 

তাঁর মতে, আসলে আমরা তাদের ঘৃণা করি। তাদেরকে বোঝার চেষ্টা করি না। ওদেরকে ভয়ঙ্কর ভাবি আমরা। কিন্তু এক বার ওদের নাম ধরে ডেকে খেতে ডাকুন। দেখবেন কেমন আপনার কথা শুনছে।

ফিলিপের বাড়িতে ঢোকার অনুমতি পেতে হলে কিন্তু প্রশাসনের কাছে দ্বারস্থ হতে হবে। অন্তত স্থানীয় দমকল দফতরে এমনটাই নির্দেশ। কারণ, বিপদ বলে কয়ে আসে না!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link