EXPLAINED | IPL 2025 Auction: অবিশ্বাস্য ঐতিহাসিক রেকর্ড! ৫৫০০% বেতন বৃদ্ধি এই ভারতীয়র, ধারণাতেও আসবে না সেই নাম
সৌদি আরবের জেদ্দায় দু'দিন ধরে চলেছে আইপিএলের মেগা নিলাম। ভারতীয় ক্রিকেটারদের নিয়েই চলেছে তুমুল লড়াই। বলতে গেলে বিদেশিরা এবার ধোপেই টেকেননি। রাতারাতি ধনকুবের হয়েছেন দেশের ক্রিকেটাররাই। ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে ১২০ জন ভারতীয় ক্রিকেটারকে নিতে খরচ করছে ৩৮৩.৪ কোটি টাকা! মাথা ঘুরে গেল নিশ্চয়ই। তবে যা পড়লেন সেটাই বাস্তব। এই তালিকায় এমনই এক ভারতীয় রয়েছেন, যাঁর ৫৫০০% বেতন বেড়েছে এই নিলামে। এবারও আপনি ঠিকই পড়লেন। কে সেই ক্রিকেটার? কোন ফ্র্যাঞ্চাইজির দৌলতে তাঁর ভাগ্য় বদলে গেল!
এবারের নিলামে ঋষভ পন্থ ২৭ কোটি টাকা পেয়েছেন, শ্রেয়স আইয়ারের পকেটে ঢুকেছে ২৬.৭৫ কোটি টাকা। ভেঙ্কটেশ আইয়ারও ২৩.৭৫ কোটি টাকা পেয়েছেন। তবে কেউ জিতেশ শর্মার ধারে কাছে আসতে পারবেন না। তাঁর ৫৫০০% বেতন বৃদ্ধি হয়েছে। যা আইপিএলের সর্বকালীন রেকর্ড। এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটারকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি নিলামের আগে বিরাট কোহলি, রজত পতিদার ও যশ দয়ালকে ধরে রেখেছিল। ফলে জেদ্দায় বাজার করার জন্য় তাদের কাছে ৮৩ কোটি টাকা ছিল। এর মধ্য়ে ১১ কোটি টাকা আরসিবি শুধু জিতেশকেই দিয়েছে। পঞ্জাব কিংস জিতেশকে ২০ লাখ টাকায় নিয়েছিল ২০২২ মেগা নিলামে। ২০২৩-২০২৪ মরসুমেও এই টাকায় তারা জিতেশকে ধরে রেখেছিল। কিন্তু এবার পঞ্জাব জিতেশকে রিটেইন করেনি। শুধু শশাঙ্ক সিং ও প্রভসিমরন সিংকে ধরে রেখেছিল প্রীতি জিন্টার দল। ফলে জিতেশ নিজের নাম নিলামে তোলেন। বাকিটা ইতিহাস।
গতবছর জিতেশ দেশের জার্সিতে টি-২০ অভিষেক করেছেন। এখনও পর্যন্ত ৯ বার তিনি সিনিয়র টিমের হয়ে খেলেছেন। ২০২২ সালের আইপিএলে অভিষেক হয় জিতেশের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০২২ ও ২০২৩ মরসুমে পঞ্জাবের হয়ে যথাক্রমে ১৬৩ এবং ১৫৬ স্ট্রাইক রেটে স্কোর করেছিলেন। ২০২৩ মরসুমে জিতেশ ২১টি ছক্কা মেরেছিলেন। এহেন ক্রিকেটই তাঁকে উইকেটরক্ষক এবং ফিনিশার হিসাবে জাতীয় টি-২০ দলে ঢুকিয়ে দেয়। অধিনায়ক শিখর ধাওয়ান চোটের কারণে গত মরসুমে খেলতে পারেননি। জিতেশকেই সহ-অধিনায়ক করেছিল পঞ্জাব।
জিতেশ এই বছর ব্যাট হাতে সেভাবে ছাপ ফেলতে পারেননি। বিদর্ভ ক্রিকেটার ১৩১-এর স্ট্রাইক রেটে মাত্র ১৮৭ রান করেছিলেন। গত দুই মরসুমের থেকে একেবারেই আলাদা। তাহলে কেন আরসিবি এত দাম দিল জিতেশকে? দু'টি কারণ রয়েছে যদিও। এবার জেনে নিন কী সেই কারণ।
জিতেশ এমন এক ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার, যাঁর নির্দিষ্ট দক্ষতা রয়েছে। তিনি সেই বিরল ক্রিকেটারদের মধ্যেই একজন যে ফিনিশারের ভূমিকা খুব ভালো ভাবে পালন করেন স্বাচ্ছন্দ্যে। যা খেলার ক্ষুদ্রতম সংস্করণে যা রীতিমতো কঠিন। ঠিক এই কারণেই তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের ভাবনায়। চলতি মাসের শুরুতে ভারত টি-টোয়েন্টি আই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে। সেই টিমে ছিলেন জিতেশ। দ্বিতীয়ত দীনেশ কার্তিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেওয়ায়স, আরসিবি-র একজন প্রকৃত উইকেটরক্ষক-ব্যাটার দরকার ছিল। উলে দীনেশের জুতোয় আরামসে পা গলাতে পারবেন জিতেশ। পাঁচ বা তার নীচে আরামসে খেলতে পারবেন ক্য়ামিও।