EXPLAINED | Team India New Coach: `ইন্ডিয়ার কোচ হন`, সরাসরি বিশ্বকাপজয়ীকে প্রস্তাব! জিজিকে এতটাই অপছন্দ কিংবদন্তির?
গত রবিবার পাকিস্তান দল অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সিরিজের ওডিআই ও টি-২০আই স্কোয়াড বেছে নিয়েছে। অভিযোগ, পিসিবি দল নির্বাচনে কার্স্টেনের মতামতকে কোনও গুরুত্ব দেয়নি। এরপর আর কার্স্টেন থেকে যাওয়ার কথা ভাবতে পারেননি। তিনি পদত্য়াগ করেন।
পাক ক্রীড়া সাংবাদিক ফরিদ খান তাঁর এক্স হ্য়ান্ডেলে বিস্ফোরক কথা তুলে ধরেছেন। এক পাক চ্য়ানেলকে দেওয়া কার্স্টেনের সাক্ষাত্কারের অংশ উদ্ধৃত করে ফরিদ লিখেছেন, 'পাকিস্তান দলে কোনও ঐক্য নেই, মুখেই ওরা দল বলে, কিন্তু আদৌ তা দল নয়। একে অপরকে কেউ সমর্থন করে না। সবাই সবদিক থেকে আলাদা। আমি অনেক দলের সঙ্গে কাজ করেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনও দেখিনি'
'পাকিস্তানে নিজের সময় নষ্ট করো না গ্যারি। টিম ইন্ডিয়ার কোচ হয়ে ফিরে আসুন। তুমি বিরল রত্ন। এক মহান কোচ ও মেন্টর। আমাদের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সকলের বন্ধু। আমাদের ২০১১ সালের বিশ্বকাপজয়ী কোচ। স্পেশাল ম্যান গ্যারি।'
ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজ, এক ম্যাচ হাতে রেখেই নিউ জিল্যান্ড ২-০ জিতে নিয়েছে। বেঙ্গালুরুতে কিউয়িরা প্রথম টেস্ট ৮ উইকেট জিতে নিয়েছিল। পুণেতে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে কিউয়িরা সিরিজ পকেটে পুরে ফেলে! মুম্বইতে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। ওয়াংখেড়েতে যদি ভারত হারে, তাহলে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হবেন রোহিত শর্মার বাহিনী। রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলিয়েছেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন ওপেনার ও জোড়া বিশ্বকাপজয়ীকে কি একদমই পছন্দ নয় ভাজ্জির! কার্স্টেনকে ভারতের কোচ হওয়ার সরাসরি প্রস্তাব দিয়ে, সেই প্রশ্নই তুলে দিলেন কিংবদন্তি স্পিনার।