পায়ের নীচে বালি আবার হাত বাড়ালেই বরফ! কোথায় গেলে পাবেন এমন আশ্চর্য সৈকত?
না, এ দুয়ের মাঝে কোনও বিরোধ নেই। আপনি চাইলে এই দুটোই একসঙ্গে পেতে পারেন। আর এজন্য তেমন দূরেও আপনাকে ছুটতে হবে না।
জাপানেই রয়েছে এরকম একটা জায়গা। জাপানের হোক্কাইডো বিচ। গত ডিসেম্বরেই এই বিচের একটি ছবি নজর কেড়েছে নেটপাড়ার।
ছবিতে দেখা গিয়েছে, একজন ওই বিচে হেঁটে বেড়াচ্ছেন। তাঁর একদিকে বালি আর অন্যদিকে বরফ!
সৈকতটি পশ্চিম জাপানে অবস্থিত। এটি ইউনেসকো গ্লোবাল জিওপার্ক হিসেবে ঘোষিত।
সমুদ্র সৈকত আর তুষার; নোনা বাতাস আর শৈত্য; বালি আর বরফ! আক্ষরিক অর্থেই অসাধারণ এক বিচ।
নেক্সট ভেকেশনের জন্য এসকেপ করতে চাইছেন, প্রস্তুতি নিচ্ছেন মনে-মনে? তা হলে আর দ্বিধায় না ভুগে সটান চলে যান অভূতপূর্ব এই সৈকতে।