Thomas Carlyle: কার্লাইলের দ্বারা প্রভাবিত হননি, তাঁর সময়ের এমন বিশিষ্ট খুঁজে পাওয়াই কঠিন!

Soumitra Sen Sat, 05 Feb 2022-8:03 pm,

টমাস কার্লাইল ছিলেন একজন স্কটিশ দার্শনিক, ব্যঙ্গাত্মক লেখক, প্রবন্ধলেখক, অনুবাদক, ইতিহাসবিদ, গণিতজ্ঞ এবং শিক্ষক। তিনি তাঁর সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাজ-বিষয়ক  মন্তব্যকারী হিসেবে বিবেচিত। 

কার্লাইলের বিখ্যাত কাজ ​​'হিরোস অ্য়ান্ড হিরো ওয়ারশিপ'। তিনি ব্যাখ্যা করেছেন যে ইতিহাস আসলে 'গ্রেট ম্যান'দের কর্মকাণ্ড। তাঁর দাবি-- "বিশ্বের ইতিহাস কিন্তু মহান মানুষের জীবনী"। কথাটাকে অবশ্য কেউ সেভাবে অস্বীকার করতে পারেননি। 

কার্লাইল বলেছিলেন, মুকুট মানেই তা কাঁটার। তাঁর কথাটি ছিল এইরকম--there is no noble crown, well worn or even ill worn, but is a crown of thorns! আজও সব দেশের সব প্রশাসক এই কথার মর্মার্থ উপলব্ধি করেন।

কার্লাইলের বিখ্যাত কাজ-- 'The French Revolution: A History'। এই বইটি এক অবিস্মরণীয় কাজ। 

 

চার্লস ডিকেন্স তাঁর 'আ টেল অফ টু সিটিজ' লেখার সময়ে কার্লাইলের এই ফরাসি বিপ্লবের বইটির উপর বিপুল ভাবে নির্ভর করেছিলেন। বইটি মার্ক টোয়েনও মন দিয়ে পড়েছিলেন বলে শোনা যায়।

 

এসব বাদ দিলেও কার্লাইলের গুণের শেষ হয় না। গণিতেও তিনি স্মরণীয়। কার্লাইল বৃত্তের জন্য তিনি বিশেষ পরিচিত, চতুর্ভুজ সমীকরণে ব্যবহৃত পদ্ধতি এবং বহুভুজ সংক্রান্ত অঙ্কের জন্যও তিনি স্মরণীয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link