চাকরির দাবিতে ফের পথে টেট উত্তীর্ণরা, ধরনায় বসার আগেই গ্রেফতার আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদন: বেনজির ঘটনা। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে টেটে সফল পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিসি বাধা।
শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক দেন টেট পাস করা পরীক্ষার্থীরা। কর্মসূচি ঘিরে সকাল থেকেই সক্রিয় পুলিস।
গান্ধী মূর্তির তিন দিক ঘিরে তিনটি ক্যাম্প। ঘাঁটি গেড়ে শ দেড়েক পুলিসকর্মী। বাস থেকে টেট পাস করা চাকুরিপ্রার্থীরা নামতেই গ্রেফতার করা হয় তাঁদের।
এরপর একে একে অবস্থানে যোগ দিতে আসা ব্যাক্তিদের পুলিশ প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের।
'পরিস্থিতি গণতন্ত্রণের জন্যে বিপজ্জনক' এমনটাই বলেছেন আন্দোলন কারীরা