ভোটের আগেই গ্রাহকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা! জোর চাঞ্চল্য
ভোটের আগেই শতাধিক গ্রাহকের জিরো ব্যালান্স অ্যাকাউন্টে ঢুকল কয়েক হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে নদিয়ার বড়জাগুলিতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বড়জাগুলি শাখা থেকে গত কয়েকদিনে একশোরও বেশি গ্রাহকের জিরো ব্যালান্স অ্যাকাউন্টে ২ থেকে ১০ হাজার টাকা ঢুকেছে।
গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ওই সকল গ্রাহককে আধার কার্ড, পরিচয়পত্র ও ১১০ টাকা নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের হরিণঘাটা ব্লক সভাপতি চঞ্চল দেবনাথ।
এই ঘটনায় আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের পক্ষ থেকে নদিয়া জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, কোথা থেকে কে টাকা পাঠিয়েছে? ব্যাঙ্ক কর্তৃপক্ষ তার কোনও সদুত্তর দিতে পারেনি। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নদিয়া জেলাশাসক।