Cyclones in Bay of Bengal: জোড়া ঘূর্ণিঝড়? উৎসবের শেষভাগেও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপরেখা...
পরপর দুটি নিম্নচাপ-রেখা তৈরি হয়েছে। এর মধ্যে একটি সিভিয়ার হয়ে উঠতে পারে।
বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সমুদ্রে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। তার জেরেই এই নিম্নচাপ।
আর একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে।
সাউথ কোরিয়ার একটি টাইফুন রিসার্চ সেন্টারের এক গবেষক প্রথম এই পূর্বাভাসটি দিয়েছিলেন।
যখন এই ভাবে পরপর দুটি নিম্নচাপরেখা তৈরি হয়, তখন সেটি পরস্পরকে প্রভাবিতও করে।
প্রভাবতি করে যেটা ঘটায় তারা, সেটার নাম ফুজিহোয়ারা এফেক্ট।
কী হয় এই এফেক্টে? মহাসামুদ্রিক ঝড়ের জন্ম দেয় এটি। এই ওশেন স্টর্ম দুটি নিম্নচাপরেখার যে কমন সেন্টার তার চারপাশে উন্মত্তের মতো নাচতে শুরু করে।