Cyclone Warning: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে জোড়া ঘূর্ণিঝড়, পুজোর মধ্যেই তোলপাড় হবে উপকূল
কিছুদিন হল প্রবল বন্যার কবলে পড়েছিল অন্ধ্রপ্রদেশ। এবার সেখানে ধেয়ে আসছে একটি ঘূর্ণিঝড়।
মৌসম ভবন বলছে আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মোট ৩টি ঘূর্ণিঝড়। এর মধ্যে একটি বয়ে যেতে পারে অন্ধ্রের উপর দিয়ে।
ওইসব ঘূর্ণিঝড়ের মধ্য়ে একটি সৃষ্টি হবে আরব সাগরে এবং বাকী দুটি হবে বঙ্গোপসাগরে।
ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১০ অক্টোবর থেকে প্রবল বৃষ্টি হতে পারে অন্ধ্রে।
ওই ঝড়ের প্রভাবে টানা তিন দিন ধরে চলবে বৃষ্টি। এমনটাই বলছে মৌসম ভবন।