তিনটি বাড়ি, ৭০ লক্ষের কাছাকাছি ঋণের বোঝা রুদ্রনীলের
নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। হলফনাময় তাঁর সম্পত্তির বিবরণ কী লিখলেন তিনি, জানতে চান? রইল সব তথ্য়।
২০১৯-২০২০, এই একবছর তিনি উপার্জন করেছেন ৪২ লক্ষ ৬৮ হাজার ৮৯০ টাকা। নিজের কাছে রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা। শেয়ার বাজারে ২লক্ষ ২৫ হাজার টাকা খাটিয়েছেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছেন ১৪ লক্ষ ৭৩ হাজার ২৫১ টাকা ৮৫ পয়সা, ২২ লক্ষ ৬০ হাজার ৭৬৮ টাকা ৯৩ পয়সা,৫৬ হাজার ৭৬৮ টাকা ৯৬ পয়সা এবং আরেকটি অ্যাকাউন্টে রয়েছে দশ হাজার টাকা।
বাড়ি সাজানো রুদ্রনীলের হবি। কিছু মূল্যবান অ্যান্টিক আসবাব রয়েছে তাঁর ফ্ল্যাটে। একটি ঘড়ি রয়েছে যার মূল্য ২৮ হাজার ৪১৫ টাকা। কোনও গাড়ি নেই রুদ্রনীলের নামে।
মুর অ্যাভিনিউয়ে তার একটি ফ্ল্যাট আছে যেটি তিনি পেয়েছিলেন তাঁর পরিবারের কাছে থেকে। রিজেন্ট পার্কের ফ্ল্যাটটি কিনেছিলেন ২০১৮ সালে। তখন ফ্ল্যাটটির দাম ছিল ১ কোটি পাঁচ লক্ষ ৫৭ হাজার টাকা। যার বর্তমান মূল্য ১ কোটি ২১ লক্ষ ৪০ হাজার টাকা।
তাঁর গৃহঋণ ৬৯ লক্ষ ৯০ হাজার ২৮৪ টাকা। হাওড়ায় একটি ৩৬০ বর্গফুটের জমি আছে অভিনেতার। ৬লক্ষ ৩৬ হাজার টাকা দিয়ে কিনেছিলেন তিনি। এখন তার বাজারদর প্রায় দেড় লক্ষ টাকা বেশি। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ লক্ষ ৮৯ হাজার ২০৪ টাকা ৭৪ পয়সা, স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭১ হাজার ৯৪০ টাকা, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানান রুদ্রনীল।