Road Accident: মর্মান্তিক মৃত্যু! `রাত-জাগা`র প্রার্থনায় যোগ দিতে গিয়ে ভয়ংকর পথদুর্ঘটনার শিকার...

Soumitra Sen Wed, 29 Jan 2025-2:35 pm,

তিন নাবালকের মর্মান্তিক মৃত্যু ঘটল হায়দরাবাদের এক পথদুর্ঘটনায়। মারা গেল দশম শ্রেণির ইমরান (১৬), অষ্টম শ্রেণির মাজ (১৪) ও আহমেদ (১৪)। 

কী ভাবে দুর্ঘটনা? একটি বাইকে চেপে এই তিনজন 'জাগনে কি রাতে'র প্রার্থনায় যোগ দিতে যাচ্ছিল। তারা নাকি দুরন্তগতিতে ছুটছিল। সেতুতে উঠে সেতুর ডিভাইডারে প্রথমে ধাক্কা মারে তারা, পরে সেখান থেকে ধাক্কা খায় স্ট্রিটলাইট পোলে। ফ্লাইওভারের ৫৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। 

অন্যদিকে, ১৪ বছরের এক মাইনরের মৃত্যু হল। নাম তেজস চৌধুরী। সে টিউশন থেকে বাড়ি ফিরছিল, সেইসময়ে এই দুর্ঘটনা। ইন্ডিকেটর ব্যবহার না করে এক চালক আচমকা তাঁর গাড়ি ঘুরিয়ে দেন। তখনই তেজসের স্কুটারের সঙ্গে ধাক্কা লাগে। তেজস রাস্তায় ছিটকে পড়ে। তার মাথায় ভয়ংকর আঘাত লাগে। 

আর একটি দুর্ঘটনা ঘটেছে গাজিয়াবাদে। দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে।

সেখানে এক ভয়ংকর রকমের কুয়াশা পড়ে। তার জেরে অন্তত ১০-১২টি গাড়ি পরপর ধাক্কা খায়। মিরাট থেকে দিল্লির দিকে যাচ্ছিল গাড়িগুলি।

এখনও পর্যন্ত কত হতাহত জানা যায়নি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link