ICC Hall of Fame 2024: আইসিসি-র অনন্য সম্মান; ভূষিত এই ভারতীয় নক্ষত্রের সঙ্গেই ক্রিকেটের `মহাশয়`, Mr 360

Wed, 16 Oct 2024-7:13 pm,

ক্রিকেটের দীর্ঘ এবং বর্ণাঢ্য ইতিহাসে খেলার কিংবদন্তিদের স্বীকৃতি দেয় আইসিসি। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে জুটি বেঁধে, আইসিসি শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে ছিল আইসিসি হল অফ ফেম। ২০০৯ সাল থেকে এই সম্মান জানিয়ে আসছে আইসিসি।

আইসিসি হল অফ ফেম-এ এবার অন্তর্ভুক্ত হলেন তিন কিংবদন্তি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বেছে নিল ইংল্য়ান্ড গ্রেট স্য়র অ্য়ালেস্টার কুক, দক্ষিণ আফ্রিকার  ডায়নামিক ব্য়াটার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের নীতু ডেভিডকে।

কুক ১৬১ টেস্টে ১২, ৪৭২ রান করেছেন, ৯২টি ওডিআই-তে তাঁর রান ৩২০৪ রান। মাত্র ৪টি টি২০আই-তে তাঁর সংগ্রহ ৬১ রান। আইসিসি হল অফ ফেমে এসে বলেন, 'এটা আমার কাছে সারপ্রাইজ ছিল! আমি যখন এবারের তালিকায় সব গ্রেটদের সঙ্গে নিজের নাম দেখলাম, নিশ্চিত ভাবেই অত্য়ন্ত সম্মানিত বোধ করি।'

নীতু ১০ টেস্টে ৪১ উইকেট নিয়েছেন ১৮.৩০ এর গড়ে, ৯৭টি ওডিআই-তে তাঁর ঝুলিতে ১৪১ উইকেট রয়েছে। আইসিসি হল অফ ফেমে এসে বলেন, 'আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া সত্যিই বিরাট সম্মানের। জাতীয় দলের জার্সি গায়ে যারা খেলেছে তাদের কাছে এটাই সর্বোচ্চ স্বীকৃতি। এই অসাধারণ খেলার প্রতি আমি আজীবন উৎসর্গীকৃত। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই এই স্বীকৃতির জন্য, বিসিসিআইয়ের কাছে আমি কৃতজ্ঞ।'

 

ক্রিকেটে মিস্টার ৩৬০ বলতে একজনই, তিনি এবি ডি ভিলিয়ার্স।  আইসিসি হল অফ ফেমে এসে তিনি বলেন, 'আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া একটি অসাধারণ সম্মানের, স্বীকৃত সকল ক্রিকেটারদের নির্বাচিত দলে যোগদান করলাম।' দক্ষিণ আফ্রিকার সকল সতীর্থকেই তিনি ধন্য়বাদ জানিয়েছেন।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link