পশ্চিম মেদিনীপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি! লাইভ ছবি গায়ে কাঁটা মতো
মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো। আর তাতেই ধরা পড়ল ভয়ানক দৃশ্য যা দেখে আতঙ্কে শিউরে উঠছেন হাজার হাজার মানুষ!
বৃষ্টি নেই, বাদল নেই, প্লাবিত নয় এলাকা, ভূমিকম্পও নয়, অথচ হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আস্ত একটা তিন তলা বাড়ি।
কয়েক মুহূর্ত আগেও ঘুণাক্ষরে টের পাননি কেউ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের খেপুত নিশ্চিন্তপুর এলাকার এই ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতন!
স্থানীয়রা বলছেন, শনিবার সকালে বাড়িটিকে প্রথমে হেলে যেতে দেখেন তাঁরা। এরপর ৮টা নাগাদ আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে গোটা বাড়িটি।
কেন হঠাত্ ভেঙে পড়ল বাড়ি? কয়েকদিন ধরেই এলাকায় খাল সংস্কার হচ্ছিল। স্থানীয়দের বক্তব্য, খাল সংস্কারের কাজ ঠিক মতো না হওয়াতেই এই বিপত্তি।
স্থানীয়দের আরও অভিযোগ, শিলাবতী নদীর খাল অবৈধভাবে দখল করে পঞ্চায়েতের অনুমতি ছাড়াই ওই বাড়িটি তৈরি করা হয়েছিল।
বাড়িটিতে কেউ বাস করতেন না, গুদামঘর হিসাবে ব্যবহৃত হত। হতাহতের কোনও খবর নেই।