Murshidabad: তখন টিফিন-টাইম, হঠাৎই বজ্রপাত স্কুলের ভিতরের গাছে! অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা...
আজ, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই মেঘ ঘনিয়ে আসে মুর্শিদাবাদের ডোমকল অঞ্চলে। তখনই বৃষ্টিও শুরু হয়। আর হঠাৎ করেই বজ্রপাত!
বাজ পড়ে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরের গাছে।
স্কুলে তখন টিফিন-টাইম। সেই সময়েই এই হঠাৎ-বজ্রপাত ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে!
আচমকা সেই বজ্রপাতে অসুস্থ হয়ে পড়ে ২৭ জন ছাত্রছাত্রী। একজন ছাত্র এবং বাকি ২৬ জনই ছাত্রী বলে খবর।
আহত পড়ুয়াদের তড়িঘড়ি নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে আপাতত তারা চিকিৎসাধীন।
হাসপাতালে ছুটে আসেন এসডিও, এসডিপিও, আইসি, বিডিও। আসেন হাসপাতাল সুপারও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকল হাসপাতাল চত্বরে। উত্তেজনা ছড়ায় ভগীরথপুর গ্রামেও।