কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে কালবৈশাখি
ফের দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আছড়ে পড়তে চলেছে প্রবল কালবৈশাখি।
রেডারচিত্র অনুসারে রবিবার দুপুরে ছোটনাগপুরের মালভূমির ওপরে তৈরি হয়েছে একটি শক্তিশালী বজ্রগর্ভ মেঘ। যা ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে।
এর ফলে রবিবার বিকেলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুত্সহ প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
সন্ধের পর বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুলগি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও।
পূর্বাভাস অনুসারে পশ্চিমের দিকে দুর্যোগের প্রকোপ থাকবে বেশি। কিছু জায়গায় ঘণ্টায় ৭০ - ৮০ কিলেমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বাতাসের বেগ তার থেকেও বেশি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া সংস্থার।
বেশ কিছু জায়গায় প্রবল বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে বলে অনুমান।