কালবৈশাখির তাণ্ডবে কলকাতায় সন্ধ্যায় প্রবল দুর্যোগের সম্ভাবনা
কলকাতায় ফের আছড়ে পড়তে চলেছে কালবৈশাখি।
টানা দেড় ঘণ্টা চলতে পারে কালবৈশাখির তাণ্ডব।
প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি। বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর শহরতলিতে ঝড়ের দাপট, বৃষ্টি বেশি হতে পারে। দক্ষিণে খানিকটা কম।
এদিন বিকাল থেকেই জেলায় জেলায় আছড়ে পড়ে কালবৈশাখি। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও ভাতারে প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়।
বর্ধমানেও বিকেলের দিকে হঠাৎই আকাশ অন্ধকার হয়ে যায়। শুরু হয় ঝড় আর বিদ্যুতের চমক। এরপর বেশ কিছুক্ষণ নাগাড়ে বৃষ্টি হয়।
বেলা ৩টে নাগাদ আচমকা আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয় বাঁকুড়ায়।
কালবৈশাখির দাপটে ঝড়বৃষ্টি হয় নদিয়ার কল্যাণী থেকে কৃষ্ণনগর প্রায় সর্বত্রই।
কালবৈশাখির দাপটে হুগলিতেও বিকেলেই সন্ধ্যা নেমে আসে। আকাশ কালো করে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। তারকেশ্বরে ব্যাপক শিলাবৃষ্টি হয়।