ভোটের মাঝে আসছে ঘূর্ণিঝড় `ফেনি`, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদন: ভোটের মাঝেই ঝড়-বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ২৯ এপ্রিল চতুর্থ দফা ও ৬ মে পঞ্চম দফায় ভোটগ্রহণ হতে চলেছে দক্ষিণবঙ্গের কেন্দ্রগুলিতে। আর এই সময়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা পরিণত হতে চলেছে নিম্নচাপে। সমুদ্রতল ও বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
ঘূর্ণিঝড়টি এগিয়ে যাবে উত্তর-পশ্চিম দিকে। তারপর সেটি ঘুরে যেতে পারে উত্তর-পূর্বে।
তার ফলে তামিলনাড়ু-উপকূল থেকে মায়ানমার পর্যন্ত অঞ্চলে ২৫ এপ্রিল থেকে ৪ মে মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফেনি।
বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস। তা অনুঘটকের কাজ করতে চলেছে। ফলে শক্তিশালী থেকে অতিশক্তিশালী আকার ধারণ করতে চলেছে ফেনি।
এর ফলে মে মাসের প্রথম সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। আর মে মাসের প্রথম সপ্তাহে ৬ তারিখ ভোট দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে।
তবে তার আগেও ঘূর্ণিঝড় ভূভাগ ছুঁতে পারে বলে আশঙ্কা আবহবিদদের একাংশের। ফলে ২৯ এপ্রিল ভোটের দিনও হতে ঝড়বৃষ্টি।