বৃহস্পতিবার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন, পরিসংখ্যানে কে এগিয়ে?
লোকসভায় অনাস্থার পর ফের রাজ্যসভায় পরীক্ষার মুখে মোদী সরকার। সংসদের উচ্চকক্ষে ডেপুটি চেয়ারম্যান পিজে ক্যুরিয়নের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওই পদেই নির্বাচন ঘিরে যুযুধান দু'পক্ষ। লোকসভার ফের একবার নিজেদের শক্তি পরীক্ষার সুযোগ পেল বিরোধীরা।
ডেপুটি চেয়ারম্যান পদে জেডিইউ-র হরিবংশ নারায়ণ সিংকে প্রার্থী করেছে এনডিএ। ২০১৯ সালের আগে নীতীশকে সঙ্গে রাখাই লক্ষ্য বিজেপির।
বিকে হরিপ্রসাদকে প্রার্থী করেছে কংগ্রেস।
ডেপুটি চেয়ারম্যান পদেও নিজেদের প্রার্থী বসাতে পারলে অ্যাডভান্টেজ বিজেপির। উল্লেখ্য, রাজ্যসভায় চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
রাজ্যসভায় রয়েছেন ২৪৪জন সাংসদ। সংসদে সকলে হাজির হলে ভোটে জিততে দরকার ১২৩ সদস্যের সমর্থন। তবে তার সম্ভাবনা নেই।
লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ হলেও রাজ্যসভায় তাদের প্রয়োজনীয় সংখ্যা নেই। এনডিএ-র ঝুলিতে রয়েছে ৯৩জন সাংসদ। তবে শিবসেনা বেঁকে বসলে সেই সংখ্যা কমতে পারে।
রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা সবচেয়ে বেশি। তাদের হাতে রয়েছে ৫০জন সাংসদ। কংগ্রেসের দাবি, তাদের কাছে ১১৪টি ভোট রয়েছে।
সূত্রের খবর, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ফোন করে বিজেডি-র সমর্থন নিশ্চিত করে ফেলেছেন মোদী।
সূত্রের খবর, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ফোন করে বিজেডি-র সমর্থন নিশ্চিত করে ফেলেছেন মোদী।