বিশ্বকাপ কড়চা

Sat, 09 Jun 2018-5:25 pm,

দোরগোড়ায় ফুটবল বিশ্বকাপ। আগামী সপ্তাহ থেকেই রাশিয়ায় শুরু হবে কাপ-যুদ্ধ। মাঠের লড়াইয়ের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকবে জানা-অজানা নানা তথ্য। বিশ্বকাপকে ঘিরে থাকা সেসব তথ্য এক জায়গায় তুলে আনার চেষ্টা করল জি ২৪ঘন্টা ডট কম। রাশিয়ায় বল গড়ানোর আগে থেকেই বিশ্বকাপের সব তথ্য আপনি পাবেন জি ২৪ ঘন্টা ডট কমে। আজ দ্বিতীয় কিস্তি-

# এখনও পর্যন্ত রাশিয়া একবারও বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি। 

# রাশিয়া বিশ্বকাপে গোল করলেই টিম কাহিল ও রাফায়েল মারগুয়েজকে ছুঁয়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চারটে বিশ্বকাপে পর পর গোল করার রেকর্ড রয়েছে কাহিল ও মারগুয়েজের।

# এই নিয়ে ছয় নম্বর বিশ্বকাপে নামবে নাইজেরিয়া। আর কোনও আফ্রিকান দেশ এতগুলো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। 

# দক্ষিণ কোরিয়া এই নিয়ে ১০ নম্বর বিশ্বকাপ খেলতে নামবে। এশিয়ার আর কোনও দেশ এতবার বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়নি।

# এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলে দেখা যাবে আইসল্যান্ডকে। ৬৬ হাজার আইসল্যান্ড সমর্থক টিকিটের জন্য ফিফার কাছে আবেদন করেছেন। সংখ্যাটা আইসল্যান্ডের মোট জনসংখ্যার ২০ শতাংশ। 

# রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। সবথেকে বেশিবার বিশ্বকাপ খেলা দেশ হয়েও কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। 

# ১৯৫৮-র পর এই প্রথমবার বিশ্বকাপে নেই ইতালি। বিশ্বকাপজয়ী কোনও দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি এমনটা আগে হয়নি। 

# চিলি, তুর্কি, ক্যামেরুন, ঘানা, আলজেরিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, আয়ারল্যান্ডের মতো বিশ্বফুটবলের প্রথম সারির দেশগুলোকে রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে না।

# বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাশিয়া ও সৌদি আরব। বিশ্ব ফুটবলে রাশিয়ার স্থান ৬৫। সৌদি আরব ৬৩। এই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্ব ফুটবলে স্থানের বিচারে এতটা পিছিয়ে থাকা দুটি দেশ মুখোমুখি হবে।

# ইয়েকাতেরিনবার্গ স্টেডিয়ামের বাইরেও দর্শকদের বসানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। কারণ ফিফার নিয়মানুযায়ী, বিশ্বকাপের স্টেডিয়ামে অন্তত ৩৫ হাজার দর্শকাসন থাকতে হবে। কিন্তু ইকাতেরিনবার্গের গ্যালারিতে সমপরিমাণ আসন নেই। তাই এমন ব্যবস্থা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link