Tiger Census: বক্সায় শুরু বাঘসুমারি; হিসেব নেওয়া হবে হাতিরও!

Soumitra Sen Sat, 15 Jan 2022-7:56 pm,

বক্সা টাইগার রিজার্ভে শুরু বাঘসুমারি। টেকনিক্যাল ভাষায় বলতে গেলে শুরু হয়েছে লাইন ট্রান্সসেক্ট এবং সাইন সার্ভে। এই লাইন ট্রান্সসেক্ট এবং সাইন সার্ভে সমস্ত রেঞ্জে ও বিটে চলবে আগামী ৬ দিন ধরে।

 

বাঘসুমারি বটে, তবে এই অবসরে এই অঞ্চলের বনভূমিতে ঠিক কী কী ধরনের বন্যপ্রাণ কত সংখ্যায় আছে, এটাও দেখা হবে। বাঘ ছাড়াও কত হাতি, কত লেপার্ড, কত গাউর, কত সম্বর, কত বার্কিং ডিয়ার, কত চিতল এখানে এই মুহূর্তে আছে এটাও এই সার্ভে থেকে জেনে নেওয়া যাবে। ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি'র আওতায় এটি হচ্ছে। 

সার্ভের কাজের জন্য মোট ৮০টি দল গঠন করা হয়েছে। সার্ভেটি সম্পূর্ণ কাগজহীন হবে। ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি'র বানানো বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের মারফত কাজটি সম্পাদিত হবে।

বাঘসুমারির পা্শাপাশি হাতিসুমারিও হবে। হাতির বিষ্ঠার ডিএনএ বিশ্লেষণ করেই হাতিসুমারির কাজ করা হবে।

এ সবের পাশাপাশি বক্সায় ক্যামেরা ট্র্যাপ এক্সারসাইজও চলছে। ২০০ বর্গ কিমির কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ট্রান্সসেক্ট লাইনের একটি ম্যাপের মাধ্যমে এই কাজ চলছে। সমস্ত বক্সা জুড়ে কাজ চলছে।  

বাঘসুমারির জন্য থাকছে একটি 'কিট'। প্রত্যেক দলের হাতেই থাকছে এই কিট। থাকছে একটি মোবাইল হ্যান্ডসেট।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link