Tigress Zeenat: মুড সুইং জিনাতের! বদল মেনে নিতে পারছে না, এখন কেমন আছে হিংস্র বাঘিনী?

Tue, 31 Dec 2024-10:38 am,

অয়ন ঘোষাল: কেমন আছে সিমলিপালের বাঘিনী জিনাত? শরীরে কোনও আঘাত নেই। স্বস্তি চিকিৎসকদের। সাধারণত ৯ দিন একটানা তাড়া খেয়ে বেড়ালে যে ধরনের এক্সটারনাল আঘাত থাকতে পারে তার কোনোটাই নেই জিনাতের শরীরে। 

এই ৯ দিনে জিনাত পর্যাপ্ত ছাগল মুরগি বা শুয়োরের মাংস খেয়েছে। ফলে পশু হাসপাতালের মাংস এখনও ছুঁয়ে দেখেনি জিনাত। ৪ টি ট্রানকুলাইজারের প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। 

তার শরীরে এখনও ডার্ট এবং ওষুধের যথেষ্ট প্রভাব থেকে গেছে। মুক্ত পরিবেশ থেকে হঠাৎ বন্দি জীবন (সম্ভবত দ্বিতীয়বার) মানতে চাইছে না জিনাত। জল এবং দুধ অর্থাৎ লিকুইড খাবার গ্রহণ করছে জিনাত। 

আগেও একবার খাঁচায় বন্দী হয়েছিল, সম্ভবত ওড়িশার কোনও এলাকায়। কিছু উপসর্গ দেখে অনুমান করছেন ৩ বিশেষজ্ঞ চিকিৎসক। সিমলিপাল অরণ্যে সম্প্রতি জন্মানো বাঘের মধ্যে জিনগত পরিবর্তন ঘটছে। দাবি বন্যপ্রাণ বিশেষজ্ঞদের। 

জিনগত পরিবর্তনে মুড সুইং জিনাতের। একাধিকবার লোকালয়ে ঢুকে যাওয়ার প্রবণতা। গায়ে কালো দাগের সংখ্যা বাড়ছে। হলুদ দাগের সংখ্যা কমছে সিমলিপালের বাঘেদের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link