বিক্রি হয়ে গেল বিখ্যাত TIME ম্যাগাজিন

Mon, 17 Sep 2018-12:16 pm,

বিক্রি হয়ে গেল দুনিয়া কাঁপানো টাইম ম্যাগাজিন। এই গ্রহের অজস্র রাজনৈতিক ঝড় ঝাপটার সাক্ষী থেকেছে ঐতিহ্যশালী এই ম্যাগাজিনটি। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী টাইম ম্যাগাজিন বিক্রি করা হচ্ছে ১৯ কোটি মার্কিন ডলারে।

টাইমের প্রকাশনা সংস্থা মেরেডিথ করপোরেশন ম্যাগাজিনটি বিক্রি করেছে ক্লাউড কমপিউটিং কোম্পানি সেলসফোরস-এর সহ প্রতিষ্ঠাতা মার্ক বেনিয়ফ ও তাঁর স্ত্রীকে।

বেনিয়ফ টাইম-কে কিনে নিচ্ছেন ব্যক্তিগতভাবে। বেনিয়ফই হবেন টাইম-এর চেয়ারম্যান ও যুগ্ম সিইও।

মেরিডিথের প্রেসিডেন্ট ও সিইও টম হার্টি সংবাদমাধ্যমে জানিয়েছেন, একরম একজন ক্রেতা পেয়ে আমরা খুশি। গত ৯০ বছর ধরে দুনিয়ার অধিকাংশ গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িয়ে ছিল টাইম।

গত মার্চ মাসে মেরিডিথ ওই বিক্রির কথা ঘোষণা করে। ফরচুন, মানি, স্পোর্টস ইলাস্ট্রেটেড এর মতো টাইমের প্রকাশনা সংস্থার অন্য ম্যাগাজিনগুলিও বিক্রির কথা চলছে।

১৯২৩ সালের মার্চ মাসে প্রথম বাজারে আসে টাইম। এটি প্রকাশ করেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্নাতক হেনরি লুস ও ব্রিটন হ্যাডেন। তবে বেশ কিছুদিন ধরেই বিজ্ঞাপণ সংক্রান্ত সমস্যার কারণে টাইম-এর মতো ম্যাগাজিন চালানো নিয়ে সমস্যা হচ্ছিল।

২০২৩ সালে ২৫ কোটি ডলারে ওয়াশিংটন পোস্ট কিনে নেন অ্যামাজন-এ প্রতিষ্ঠাতা জেফ বেজস। তারপরেই সংবাদমাধ্যম জগতে এত বিখ্যাত কোনও লেনদেন হল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link