Tishaa Kumar Funeral: ২১ বছরের মেয়ের শেষকৃত্যে শোকে পাথর প্রযোজক বাবা, চোখের জল বাঁধ মানল না রীতেশ-ফারহারও...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৮ জুলাই জার্মানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভূষণ কুমারের কাকা প্রযোজক ও অভিনেতা কৃষ্ণ কুমারের মেয়ে তিশা কুমার। বিগত কয়েকদিন ধরেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। এবার সেই যুদ্ধ থামল। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।
তিশার বয়স ছিল মাত্র ২১। তাঁর ক্যানসার ধরা পড়ার পরেই তাঁকে নিয়ে জার্মানি উড়ে গিয়েছিল গোটা পরিবার। সেখানেই গত বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। সোমবার মুম্বইয়ে ছিল তাঁর শেষকৃত্য।
মেয়ের এই অকালমৃত্যু মেনে নিতে পারছেন না কৃষণ কুমার। শেষকৃত্যে শোকে ভেঙে পড়েন অভিনেতা প্রযোজক।
এদিন মুম্বইয়ে শেষকৃত্যে হাজির ছিলেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার।
এদিনই জার্মানি থেকে মেয়ের নিথর দেহ নিয়ে দেশে ফেরেন কৃষণ কুমার।
তিশাকে শেষ দেখা দেখতে হাজির ছিলেন বউদি দিব্যা খোসলা কুমার।
ছোট বোনকে হারিয়ে শোকে পাথর তুলসী ও খুশালি কুমার। এদিনও কান্নায় ভেঙে পড়েন তিশার দুই দিদি।
কৃষণের পাশে দাঁড়ান রীতেশ দেশমুখ। এদিন তিশার শেষকৃত্যে দেখা যায় তাঁকে।
কুমার পরিবারের পাশে দাঁড়াতে তিশার শেষযাত্রায় হাজির হয়েছিলেন বিবেক অগ্নিহোত্রীও।
চোখের জল বাঁধ মানল না ফারহা খানের। কাঁদতে কাঁদতেই ফিরতে দেখা গেল ফারহাকে।
ফারহার সঙ্গে ছিলেন তাঁর দাদা সাজিদ খানও। সকলেই শোকে মুহ্যমান।
কুমার পরিবারের এই শোকের দিনে পাশে দেখা গেল আদিপুরুষের পরিচালক ওম রাউতকেও।
চোখে জল নিয়েই বন্ধু তিশাকে শেষ বিদায় জানালেন সাইয়ি মঞ্জেরকর।
এদিন তিশার শেষযাত্রায় হাজির ছিলেন পরিচালক আনন্দ এল রাইও।